পাংশা উপজেলার সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে বাঁধা দেয়ায় গত ২৭শে অক্টোবর বিকালে ঠিকাদারের লোকজন কর্তৃক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাফর আলীকে মারপিট ও তার ব্যবহৃত সরকারী মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র রাজবাড়ী জেলা শাখা।
গতকাল ৩রা নভেম্বর জেলা আইডিইবি’র সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মিয়ার স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ঘটনার পর প্রহৃত উপ-সহকারী প্রকৌশলী জাফর আলী পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং ওই রাতেই তিনি বাদী হয়ে উক্ত কাজের ঠিকাদার আনোয়ার হোসেন এবং তার দুই প্রতিনিধি আঃ রহিম মোল্লা ও জাহিদ হাসানের বিরুদ্ধে পাংশা থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এতবড় ঘটনার পরও মামলার তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় তারা রাজবাড়ীর আদালত থেকে কৌশলে জামিন হাসিল করে নেয়। সরকারী দায়িত্ব পালনকালে উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাফর আলীর উপর এহেন ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ী জেলার সকল ডিপ্লোমা প্রকৌশলী অত্যন্ত মর্মাহত, ক্ষুদ্ধ ও ব্যথিত। তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ অনতিবিলম্বে তাদের জামিন বাতিল করে দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য পুলিশ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ন্যাক্কারজনক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ডিপ্লোমা প্রকৌশলীগণ তাদের পেশাগত দায়িত্ব পালনে ঝুঁকির মধ্যে থাকবে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডও ব্যাহত হবে। অভিযুক্তদের জামিন বাতিল করে দ্রুত বিচার পরিচালনার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে রাজবাড়ী জেলার ডিপ্লোমা প্রকৌশলীগণ কঠোর কর্মসূচী দিয়ে মাঠে নামতে বাধ্য হবে -প্রেস বিজ্ঞপ্তি।