ঢাকা রবিবার, এপ্রিল ২০, ২০২৫
রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ২টি ইটভাটা মালিককে ২লাখ টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-১৩ ১৫:২৯:০৬

হাইকোর্টের নির্দেশনা মোতাবেক রাজবাড়ীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা অনুমোদনহীন অবৈধ দুুইটি ইটভাটায় অভিযান চালিয়ে ভাটা মালিককে ২লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। 
 একই সাথে এস্কেভেটর দিয়ে দুইটি ইটভাটার চার পাশের দেয়াল(কিলন) ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
 জানা গেছে, গতকাল ১৩ই মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর ও বড়চর বেনীনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। 
 অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ।
 মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, হাইকোর্টের নির্দেশনায় রাজবাড়ী সদর উপজেলায় অনুমোদনহীন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাড়পত্র না থাকায় সদর উপজেলার বড়চর বেনীনগর এলাকার এনসিবি ব্রিকস এর মালিক মেহেদী মাহবুব হোসেনকে ১ লাখ টাকা ও মিজানপুর ইউনিয়নের বড় লক্ষীপুর এলাকার আদর্শ ব্রিকস(এবিবি) ভাটার মালিক আরজু সরদারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আহমেদ জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসকের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাড়পত্র না থাকায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 অভিযানে পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, পরিদর্শক মোঃ ইমরান হোসেনসহ জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করে।

 

গুলশান থানার গণি হত্যা মামলায় রাজবাড়ীর সাবেক দুই এমপি ও সাবেক বিচারক আসামী
 রাজবাড়ী রেল স্টেশন থেকে অজ্ঞাত বক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে ঈদুল ফিতরের পর বাড়ছে সব ধরণের সবজির দাম
সর্বশেষ সংবাদ