আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষ্যে ‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’-প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই অক্টোবর সকালে র্যালী, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
প্রথমে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালী বের হয়ে বালিয়াকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করে। এরপর বালিয়াকান্দি বাজারের তালপট্টি মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইউছুব হোসেন, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া, বালিয়াকান্দি বাজার বণিক সমিতির সভাপতি আতাউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ দুর্যোগের প্রাণহানী ও ক্ষয়-ক্ষতি কমাতে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
আলোচনা সভার শেষে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকান্ড ও দুর্ঘটনা বিষয়ক মহড়া প্রদর্শন করে। এ সময় তারা সাধারণ অগ্নিকাণ্ডের র পাশাপাশি গ্যাসের সিলিন্ডার ও দাহ্য পদার্থ হতে সৃষ্ট আগুন নেভানো এবং দুর্ঘটনায় উল্টে যাওয়া গাড়ী সোজা করা ও ভিতরে আটকে থাকাদের দরজা কেটে উদ্ধারের কলা-কৌশল দেখায়।