ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
সাউথইস্ট ব্যাংক ও রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিল আদায়ের চুক্তি স্বাক্ষর
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১৭ ১৫:১৬:৪২

সাউথইস্ট ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখা ও রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যে গত ১২ই আগস্ট একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী সাউথইস্ট ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখা কর্তৃক রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির অফিস প্রাঙ্গণে কালেকশন বুথ স্থাপন করে সমিতির গ্রাহকদের নিকট থেকে বিদ্যুৎ বিল ও অন্যান্য চার্জ গ্রহন করবে এবং এখন থেকে ব্যাংকের শাখায়ও পল্লী বিদ্যুৎ বিল গ্রহণ করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক লিমিটেড রাজবাড়ী শাখার পক্ষে শাখা ব্যবস্থাপক ও এভিপি মোহাম্মদ মুরাদ রহমান এবং রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষে জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার প্রতিনিধিত্ব করেন। এ সময় শাখার সিনিয়র অফিসার মোহাম্মদ মাফিজুল ইসলাম, প্রধান কার্যালয়ের কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ(টেলিক্যাশ বিভাগ) এবং রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার(অর্থ) মোঃ রিপন বিশ্বাস ও হিসাব রক্ষক মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

গুলশান থানার গণি হত্যা মামলায় রাজবাড়ীর সাবেক দুই এমপি ও সাবেক বিচারক আসামী
 রাজবাড়ী রেল স্টেশন থেকে অজ্ঞাত বক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে ঈদুল ফিতরের পর বাড়ছে সব ধরণের সবজির দাম
সর্বশেষ সংবাদ