রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম এডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর সহধর্মিনী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমার মা মেহেরুন নেছা চৌধুরীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩০শে অক্টোবর বিকালে(বাদ আসর) রাজবাড়ী শহরের সজ্জনকান্দা অংকুর স্কুল সংলগ্ন নিজ বাসভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মাহাবুর রহমান শেখ, এনডিসি সাইফুল হুদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম, রাজবাড়ী থানার ওসি শাহাদাত হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস.এম মনোয়ার মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক যুগ্ম-সম্পাদক এডঃ রফিকুল ইসলাম ও পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন সদর উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ সিয়াম হোসাইন এবং ভবাণীপুর দারুসসুন্নাহ কোরআনীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মোঃ আবু সাঈদ তায়্যিবী
উল্লেখ্য, মেহেরুন নেছা চৌধুরী(৮০) গত ২৬শে অক্টোবর দিনগত রাত দেড়টার দিকে(২৭শে অক্টোবর) ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। গত ২৭শে অক্টোবর দুপুরে রাজবাড়ী রেলওয়ে ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।