ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার যুব ঋণ পেয়েছেন ১৬জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-১৮ ১৪:২৪:০৮
জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার ১৬ জনের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক দিলসাদ বেগম -মাতৃকণ্ঠ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার ১৬ জনের মধ্যে যুব ঋণের ৯ লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।  
  গত ১৫ই আগস্ট সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলীসহ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
  যুব ঋণের চেকপ্রাপ্ত ১৬ জনের মধ্যে চন্দনী ইউনিয়নের দক্ষিণ চৌবাড়ীয়া গ্রামের আজাদ মোল্লা তার ‘আজাদ মৎস্য খামার’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, মূলঘর ইউনিয়নের রশোড়া গ্রামের মিলন মোল্লা তার ‘মিলন মৎস্য খামার’ এর অনুকূলে ১ম দফায় ৫০ হাজার টাকা, একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আনিছ বেগ তার ‘বেগ মৎস্য খামার’ এর অনুকূলে ১ম দফায় ৫০ হাজার টাকা, দাদশী ইউনিয়নের হোসনেবাদ(শ্রীপুর) গ্রামের কামরুন্নাহার অনন্যা তার ‘অনন্যা টেইলারিং’-এর অনুকূলে ১ম দফায় ৫০ হাজার টাকা, আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামের খাদিজাতুল কুবরা তার ‘নাজ বাটিক হাউজ’-এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, একই গ্রামের কামাল হোসেন কালাম তার ‘কালাম মৎস্য খামার’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, জাহিদুল ইসলাম শেখ তার ‘জাহিদ মৎস্য খামার’-এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, ইমরান শেখ তার ‘ইমরান মৎস্য খামার’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, একই ইউনিয়নের(আলীপুর) বারবাকপুর গ্রামের শামীম আহমেদ তার ‘শামীম মৎস্য খামার’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, রামকান্তপুর ইউনিয়নের রায়নগর গ্রামের সাবিহা ইসলাম তার ‘সাবিহা পোশাক প্রকল্প’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, একই গ্রামের রুনা খাতুন ‘রুনা মৎস্য প্রকল্প’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, শহীদওহাবপুর ইউনিয়নের পারসাদীপুর গ্রামের আলমগীর হোসেন বিশ্বাস তার ‘আলমগীর মৎস্য প্রকল্প’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, একই গ্রামের আল আমিন বিশ্বাস তার ‘আল আমিন মৎস্য প্রকল্প’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, নায়েব আলী তার ‘নায়েব মৎস্য প্রকল্প’ এর অনুকূলে ১ম দফায় ৬০ হাজার টাকা, বরাট ইউনিয়নের সাভার গ্রামের সেলিনা সুলতানা তার ‘সেলিনা পোশাক তৈরী প্রকল্প’ এর অনুকূলে ২য় দফায় ৮০ হাজার টাকা এবং শ্রীপুর গ্রামের মোরাদ মোল্লা তার ‘মোরাদ মৎস্য প্রকল্প’ এর অনুকূলে ৩য় দফায় ১লক্ষ টাকার চেক পেয়েছেন।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ