ঢাকা সোমবার, মে ৬, ২০২৪
বালিয়াকান্দিতে নানা আয়োজনে উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
  • তনু সিকদার সবুজ
  • ২০২২-১১-০৪ ১৪:২৬:৪২

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নানা আয়োজনে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 
  এ উপলক্ষ্যে সংগঠনের বালিয়াকান্দি উপজেলা শাখার উদ্যোগে গতকাল ৪ঠা নভেম্বর সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে র‌্যালী বের হয়ে বালিয়াকান্দি বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। 
  র‌্যালী শেষে আলোচনা সভায় সংগঠনের বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি সাহাদত হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনীন্দ্রনাথ মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা সিপিবি’র সভাপতি আব্দুস সামাদ মিয়া, বালিয়াকান্দি উপজেলা সিপিবির সভাপতি এস.এম দাউদ খান, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ছলেমান মোল্লা দলু ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ বালিয়াকান্দির সভাপতি মুন্সী আমীর আলী প্রমুখ বক্তব্য রাখেন। বিকালে অনুষ্ঠান মঞ্চে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। 

পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
পাংশা-কালুখালীতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে শেষ মুহুর্তের গণসংযোগে বুড়ো
সর্বশেষ সংবাদ