ঢাকা বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৬, ২০২৫
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-১৩ ০৮:৩৪:০৭
আইসোলেশন কর্ণার রাজবাড়ী সদর হাসপাতাল - মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি (৭০) মারা গেছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিলেন।
আজ বুধবার বিকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডাঃ দিপক কুমার বিশ্বাস।
ডাঃ দিপক কুমার বিশ্বাস বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার দুপুরে রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকার এক ব্যক্তি (৭০) হাসপাতালে আসলে তাকে করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। সেই ফলাফল আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

শেখ হাসিনার বিচারের দাবীতে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের মশাল মিছিল
অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালী ও পুরস্কার বিতরণ
সর্বশেষ সংবাদ