ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোগীর মৃত্যু
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৫-১৩ ০৮:৩৪:০৭
আইসোলেশন কর্ণার রাজবাড়ী সদর হাসপাতাল - মাতৃকণ্ঠ।

রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি (৭০) মারা গেছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিলেন।
আজ বুধবার বিকালে তার মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক  ডাঃ দিপক কুমার বিশ্বাস।
ডাঃ দিপক কুমার বিশ্বাস বলেন, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার দুপুরে রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা এলাকার এক ব্যক্তি (৭০) হাসপাতালে আসলে তাকে করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে। সেই ফলাফল আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

গুলশান থানার গণি হত্যা মামলায় রাজবাড়ীর সাবেক দুই এমপি ও সাবেক বিচারক আসামী
 রাজবাড়ী রেল স্টেশন থেকে অজ্ঞাত বক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে ঈদুল ফিতরের পর বাড়ছে সব ধরণের সবজির দাম
সর্বশেষ সংবাদ