ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রাজবাড়ীতে পুরোহিতদের ৯দিনের প্রশিক্ষণ উদ্বোধন
  • মিঠুন গোস্বামী
  • ২০২২-১১-০৯ ১৩:৪৯:৪৪

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রকল্পের আওতায় রাজবাড়ীতে পুরোহিতদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। 
  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফরিদপুর জেলা কার্যালয়ের আয়োজনে গতকাল ৯ই নভেম্বর সকালে রাজবাড়ী শহরের লক্ষ্মীকোল পুরাতন হরিসভা মন্দিরে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ। 
  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ফরিদপুর জেলা কার্যালয়ের জুনিয়র কনসালট্যান্ট সুমন কুমার পালের সভাপতিত্বে ও জুনিয়র কনসালট্যান্ট কানাই লাল কুন্ডুর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্রাহ্মণ সংসদের জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক চক্রবর্তী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম সহীদ নূর আকবর ও পুরাতন হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকার প্রমুখ বক্তব্য রাখেন।
  জেলার বিভিন্ন মন্দিরের ২৫ জন পুরোহিত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন। তাদেরকে হিন্দু ধর্মীয় আইন ও পূজা পদ্ধতিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ