ঢাকা বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
রাজবাড়ীর গোয়ালন্দে গ্রেনেড হত্যা মামলার রায় কার্যকর করার দাবীতে মানববন্ধন পালিত
  • আবুল হোসেন
  • ২০২০-০৮-২১ ১৫:৩৪:০৮
গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবীতে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ২১শে আগস্ট বিকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন -মাতৃকণ্ঠ।

একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবীতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 

  গতকাল ২১শে আগস্ট বিকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশে এক কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
  মানববন্ধন চলাকালে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন সফিক, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সফি, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুজ্জামান মিয়া, সহ-সভাপতি শহিদুল খান, গোলজার হোসেন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর নাসিরউদ্দিন রনি, আবুল কালাম আজাদ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ ও সাধারণ সম্পাদক আকাশ সাহা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবী জানান। 

 

প্রতিবন্ধী সন্তান সমাজের বোঝা না; তাদেরকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়তে চাই-----জেলা প্রশাসক
 রাজবাড়ীতে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
 ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল গঠনমূলক সম্পর্ক চায় ঃ হাইকমিশনার
সর্বশেষ সংবাদ