ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু
  • আবুল হোসেন
  • ২০২০-০৮-২২ ১৫:৪৫:৫৮

বন্যার কারণে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর গতকাল ২২শে আগস্ট থেকে পুনরায় রাজবাড়ী থেকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে। 
  পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যা দৌলতদিয়ার কয়েকটি স্থানে রেললাইন তলিয়ে যাওয়ায় ঝুঁকি এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী-দৌলতদিয়া ঘাট রুটে চলাচলকারী একমাত্র ট্রেনটির (আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস) রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট স্টেশন পর্যন্ত চলাচল বন্ধ করে দেয়। তারও ২মাস আগে করোনা পরিস্থিতির কারণে এই রুটের সকল মেইল ও লোকাল ট্রেনের চলাচল বন্ধ করে দেয়া হয়। সেগুলোর চলাচল এখনো শুরু হয়নি। একমাত্র আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি চালু হলেও দৌলতদিয়া ঘাট পর্যন্ত চলতে না পারায় গোয়ালন্দ অঞ্চলের মানুষ নিরাপদে ও সাশ্রয়ে ট্রেনে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত ছিল। 
  কুষ্টিয়া থেকে সপরিবারে ট্রেনে দৌলতদিয়া ঘাটে আসা যাত্রী রাশেদুল হক বলেন, ট্রেন যাত্রা নিরাপদ ও ঝুঁকি মুক্ত। এর পাশাপাশি বাসের চেয়ে ভাড়াও কম। তাই ফ্যামিলি নিয়ে ট্রেনেই আসলাম। তবে মেইল ও লোকাল ট্রেনগুলো বন্ধ থাকায় যাত্রীরা সেগুলোতে যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। 
  দৌলতদিয়া ঘাট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোঃ আব্দুল জলিল বলেন, পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে সৃষ্ট বন্যায় গোয়ালন্দ রাজারের পর থেকে রেল লাইনের কয়েকটি স্থান তলিয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন থেকে রাজশাহী-দৌলতদিয়া ঘাট রুটের আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি নিয়মিত চলাচল করবে। বাকী ট্রেনগুলো করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ রয়েছে। 

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ