ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
কালুখালীর রতনদিয়া ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ
  • মনির হোসেন
  • ২০২০-০৮-২৬ ১৪:০৯:১০
কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ২দিনব্যাপী ত্রাণ বিতরণ করা হয়েছে -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
  গত ২৫ ও ২৬শে আগস্ট ২দিনব্যাপী রতনদিয়া ইউনিয়নের চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মধ্যে বন্যা দুর্গত এলাকায় গিয়ে ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা এই ত্রাণ (১০ কেজি করে চাল) বিতরণ করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সচিব ইউনুস আলীসহ ইউপি সদস্য মাসুদুর রহমান হিটু, মাসুদ করিম ও আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন।
  ইউপি চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা বলেন, বন্যার শুরু থেকেই আমি আমার এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের খোঁজ-খবর নিয়ে আসছি এবং ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। 

পাংশা উপজেলা নির্বাচনে বুড়ো চেয়ারম্যান রিংকু ও ইতি ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী
কালুখালীতে চেয়ারম্যান পদে পুনরায় টিটো ভাইস চেয়ারম্যান পদে সুমন ও টুকটুকি বিজয়ী
পাংশা উপজেলা নির্বাচনে অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়-----জেলা আওয়ামী লীগ নেতা মিতুল হাকিম
সর্বশেষ সংবাদ