রাজবাড়ীর পাংশা উপজেলার ঐতিহ্যবাহী মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের ২০২২সালের বার্ষিক পারফরম্যান্স মূল্যায়ন সভায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ক্যাটাগরিতে ফাতেমা ফেরদৌসী ও আব্দুল গফ্ফার যৌথভাবে মনোনীত হয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ক্যাটাগরিতে ১ম স্থান লাভ করেছেন সহকারী শিক্ষক রোজিনা খাতুন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ফাতেমা ফেরদৌসী ও আব্দুল গফ্ফার, তৃতীয় হয়েছেন মুহাঃ আনোয়ার হোসেন।
সবচেয়ে কম নৈমিত্তিক ছুটি ভোগকারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন সহকারী শিক্ষক রোজিনা খাতুন, দ্বিতীয় হয়েছেন শ্যামল কুমার, তৃতীয় হয়েছেন ফাতেমা ফেরদৌসী।
জানা যায়, গত ৭ই জানুয়ারী সকালে মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভায় সহকারী শিক্ষকদের উল্লেখিত মূল্যায়ন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ ইলিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন (৩৪তম বিসিএস নন ক্যাডার ও ২০২২ সালের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, পাংশা উপজেলা), বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি আজাদ আক্তার (নাসরিন), পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর চাঁদ আলী সরদার, বিদ্যালয়ের দাতা সদস্য মজিবর রহমান, অভিভাবক সদস্য হামিদুল হক, দেলবর হোসেন, আব্দুল গফ্ফার প্রমূখ উপস্থিত ছিলেন।