ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
রাজবাড়ী জেলায় আরো ৩৪জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ২হাজার ৫৬৩জন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-০৮-২৯ ১৫:২৬:১৮

রাজবাড়ী জেলায় আরো ৩৪জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২হাজার ৫৬৩ জনে। 
  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ২৯শে আগস্ট জেলার আরো ৭০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৩৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া ১জনের ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে। গতকাল শনিবার নতুন করে যে ৩৪জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ২৩ জন রাজবাড়ী সদর ও ১১ জন পাংশা উপজেলার। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২১জন মারা গেছেন এবং ১হাজার ৫৮০ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩৪ জন হাসপাতালে ভর্তি এবং ৮৯৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 
  উল্লেখ্য, গতকাল ২৯শে আগস্ট যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার মোস্তাকিম(১৫), মোঃ রাসেল(৩৪), শিপ্রা(৫০), হামিদুর রহমান(৩৬), পবিত্র মন্ডল(২৫), জহুরা(৪৫), সালামতুল্লাহ খান(৬০), সুমনা(২২), মিঠু(৪৫), মোঃ শরীফুল ইসলাম(৩০), মোঃ সরোয়ার হোসেন(৫৮), নাছিমা খাতুন(৪৮), মকবুল(৪৮), নূরুল হক(৮০), আবুল কালাম(৪০), ফয়েজ আহম্মেদ(৩৫), সুভাষ কুমার শীল(২৯), প্রবীর চন্দ্র শর্মা(৭০), আছিয়া খাতুন(২৮), তৌকির(২৪), নাজমা(৫০), কমল কান্তি সাহা(৭০), আবুল শেখ(৭০) ও সুদীপ(৩১) এবং পাংশা উপজেলার আয়ুব আলী(৭২), মোঃ এজাজুল হক(৭০), নাজমা(৩৫), রত্না বিশ্বাস(৪৫), আব্দুল লতিফ(৫২), তাসলিমা(৩৫), উজ্জ্বল সাহা(৩৮), রূপালী সাহা(২২), উত্তম সাহা(৪২), লিয়াকত আলী(৭০) ও পাখীজান(৭৮)। এছাড়া রাজবাড়ী সদর উপজেলার মহুয়া খাতুন(২৭) নামে ১জনের ফলোআপ রিপোর্টও পজিটিভ এসেছে।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ