ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
পাংশায় শিল্পকলা একাডেমীতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা প্রদান
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৩-০৩ ১৩:৪৮:৫২

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল শুক্রবার ৩রা মার্চ সকালে বদলি জনিত কারণে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী এ কর্মসূচির আয়োজন করে।
  পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেলের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, নাট্যালোকের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কুন্ডু ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে সংগীত পরিবেশনের মাধ্যমে ইউএনও মোহাম্মাদ আলীকে বিদায়ী শুভেচ্ছা জানান বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠ শিল্পী বর্ণালী দত্ত।
  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর। উপস্থাপনা করেন শিল্পকলা একাডেমীর নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মিথিলা চৌধুরী।
  অনুষ্ঠানে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষ থেকে বিদায়ী ইউএনও মোহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়।
  অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম মাহমুদ, শিল্পকলা একাডেমী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিল্পকলার বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
  জানা যায়, মোহাম্মাদ আলী ২০২১ সালের ৩০শে ডিসেম্বর পাংশায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। গত ১৯শে ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে তাকে রাজবাড়ী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পদে বদলি করা হয়।

 

পাংশায় পুলিশের অভিযানে ইয়াবাসহ বিক্রেতা গ্রেপ্তার
দৌলতদিয়ায় সারারাত ফূর্তি ঃ পার্কিংয়ে রাখা ডিসকভার মোটর সাইকেল গায়ের!
রাজবাড়ীতে গাছ সুরক্ষার জন্য পেরেক অপসারণ কর্মসূচী শুরু
সর্বশেষ সংবাদ