ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রানার্স আপ বিনোদপুর কলেজপাড়া স.প্রা.বি দলকে সংবর্ধনা
  • আসাদুজ্জামান নুর
  • ২০২৩-০৩-২২ ১৬:২২:৪৪

 বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এ জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় রাজবাড়ী বিনোদপুর কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে সংবর্ধনা প্রদান করেছে জেলা প্রশাসন।
  গতকাল ২২শে মার্চ বিকালে অফিসার্স ক্লাবের মুক্ত মঞ্চে জেলা প্রশাসক আবু কায়সার খান ফুটবল দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ক্রেস্ট ও সার্টিফিকেটসহ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
  এ সময় জেলা পরিষদের  চেয়ারম্যান একেএম শফিকুল  মোরশেদ আরুজ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোছাঃ মোরশেদা খাতুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর উপজেলা  নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ আব্দুর রহমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নূরজাহান আক্তার সাথী, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি ও জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলালসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, গত ২১শে মার্চ দুপুরে রাজধানী ঢাকায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনালে রংপুর বিভাগের নীলফামারী সদর উপজেলার পূর্ব পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দলের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে রানার্স আপ হয় ঢাকা বিভাগের রাজবাড়ী শহরের বিনোদপুর কলেজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।
  প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইনাল ফাইনাল খেলা উপভোগ করেন এবং টুর্নামেন্টের বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।

রাজবাড়ীতে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যের কমিটি ঘোষণা
 রাজবাড়ীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
সর্বশেষ সংবাদ