রাজবাড়ী জেলার পাংশায় গতকাল শুক্রবার ১৪ই এপ্রিল সাহিত্য উন্নয়ন পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের সঞ্চালনায় সভায় স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি মোঃ এবাদত আলী শেখ, শেখ মুহাম্মদ সবুর উদ্দিন ও সন্ধ্যা রানী কুন্ডু।
বক্তব্য রাখেন পাংশা সরকারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাজারী আবুল হাসিম ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান। বক্তারা সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করা এবং রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সভায় খোকসা আবু তালেব ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এস এম কায়কোবাদ, পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সহ-সভাপতি শামসুল হক মাস্টার, কবি সন্ধ্যা রানী কুন্ডু ও সুমী খন্দকারসহ সাহিত্য উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সাহিত্য সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।