ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
দৌলতদিয়ায় দিবালোকে পদ্মা নদীতে অস্ত্রেরমুখে ট্রলারে ডাকাতি॥গরু ব্যবসায়ীদের কোটি টাকা লুণ্ঠন
  • আবুল হোসেন/মইনুল মৃধা
  • ২০২৩-০৫-০২ ১৫:১৯:৫৩

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গরু ব্যবসায়ীদের বহনকৃত ইঞ্জিন চালিত ট্রলারে দিবালোকে ডাকাতির ঘটনা ঘটেছে। 
  সশস্ত্র ডাকাত দল গরু ব্যবসায়ীদের কাছ থেকে নগদ প্রায় কোটি লুটে নিয়ে গেছে বলে দাবী করেছে গরু ব্যবসায়ীরা।
  গতকাল ২রা মে বিকাল ৩টার দিকে দৌলতদিয়া ঘাটের অদূরে এ ডাকাতির ঘটনা ঘটে। ব্যবসায়ীরা মানিকগঞ্জের আরিচা হাটে গরু বিক্রি করে বাড়ীতে ফিরছিল। ওই ট্রলারে ৭০ থেকে ৭৫ জন গরু ব্যবসায়ী ছিল বলে জানা গেছে।
  গরুর ব্যবসায়ীরা জানান, তারা বিভিন্ন স্থান থেকে গরু কিনে ইঞ্জিন চালিত ট্রলারযোগে মানিকগঞ্জের আরিচা হাটে গরু গুলো বিক্রি করে। গরু বিক্রি শেষ করে দুপুর ২টার দিকে আরিচা ঘাট থেকে ৭০ থেকে ৭৫ জন গরু ব্যবসায়ী একটি ট্রলারে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। বিকাল ৩টার দিকে তারা দৌলতদিয়া ঘাটে কাছাকাছি আসলে স্পীডবোর্ড নিয়ে একদল সশস্ত্র ডাকাত তাদের ট্রলারে আক্রমন চালায়।
  এ সময় ডাকাত দলের সদস্যরা ট্রলারে উঠে প্রথমে ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দেয়। এরপর ডাকাতরা তাদেরকে এলোপাথারীভাবে মারপিট শুরু করে। এতে ট্রলারে থাকা অন্তত ২০জন ব্যবসায়ী আহত হয়। এরপর ডাকাতরা হত্যার ভয়ভীতি দেখিয়ে ট্রলারে থাকা গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু বিক্রির টাকা লুটে নেয়।
  ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ী কুদ্দুস বেপারী বলেন, ডাকাতদের এলোপাথারী মারপিট করা দেখে প্রাণ ভয়ে আমি আমার কাছে থাকা ১ লক্ষ ৪০ হাজার টাকা তাদেকে দিয়ে দেই। ওরা আমাকে নিঃস্ব করে দিয়েছে।
  রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল এলাকার গরু ব্যবসায়ী হেলাল উদ্দিন শেখ ডাকাতদের মারপিটে রক্তাক্ত জখম হওয়ার বর্ণনা দিয়ে বলেন, আমার কাছে ৬টি গরু বিক্রি করা প্রায় ৭ লাখ টাকা ছিল। এ টাকা ছিল আমার ব্যবসার মূলপূজি। আমি ডাকাতদের টাকা দিতে দেরি করায় তারা আমার ওপর মারপিট শুরু করে। একপর্যায়ে আমার সমস্ত টাকা তারা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
  দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, নৌ পুলিশ ডাকাতির ঘটনা জানার পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ডাকাত দলকে ধাওয়া করে কাঠালবাড়ি পর্যন্ত নিয়ে যাই। এরপর কাঠালবাড়ি নৌ পুলিশও অভিযানে অংশ নেয়। পরে বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে চাঁদপুর অঞ্চলের মাঝির ঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই জহির তাদের স্পিডবোট ধাওয়া করলে ডাকাতরা তাদের ২০০ সিসির ষ্পিডবোট ফেলে দৌড়ে পালিয়ে যায় এবং এ সময় পুলিশ স্পিডবোটে থাকা ৩টি পাইপ গান জব্দ করে। পরে সন্ধ্যার দিকে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশের দল অভিযান পরিচালনা করে ৭জন ডাকাত দলের সদস্য গ্রেফতারসহ ১৫ লক্ষ ১০ হাজার টাকা, ৮টি বাটন মোবাইল ও ১টি ষ্মার্ট ফোন জব্দ করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলার চালককে আটক করা হয়েছে।
  গ্রেফতারকৃতরা হলো- শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চেরাগআলী গ্রামের মোবারক আলীর ছেলে রহমান(৩৮), একই জেলার শ্রীলংকর গ্রামের মৃত রহমত আলীর ছেলে ইবাদত আলী(৩৫), চাঁদপুর জেলার মতলব উপজেলার মোহনপুর গ্রামের আজম আলীর ছেলে তাজুল ইসলাম(৩০), মুন্সিগঞ্জে সদর থানার চর আব্দুলাপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে মোঃ মোহসীন(৩০), মুন্সিগঞ্জে জেলার লৌহজং উপজেলার কাজীপাড়া গ্রামের মোতালেবের ছেলে মেহেদী(২৫), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সোনাপাড়া গ্রামের রফিকুলের ছেলে মোঃ শাহীন ও মুন্সিগঞ্জ সদর থানার চর বাংলা বাজারের চুন্নু দেওয়ানের ছেলে শিহাব(২২)
  দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির বলেন, নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করেছে। আসামীদের নামে মামলার প্রস্তুতি চলছে। 

 

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ