ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
গোয়ালন্দ পৌরসভায় দুইটি আরসিসি রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৫-০৫ ১৫:১৬:৫২

প্রায় ৮৯লক্ষ টাকা ব্যয়ে রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ২টি প্রকল্পে ৪৫০মিটার আরসিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

গত ৪ই মে সকালে রাস্তা দুটির নির্মাণ কাজের উদ্বোধন করেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল।

এ সময় পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন মোল্লা, বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান, উপ-সহকারী প্রকৌশলী রেহেনা পারভিন, আলহাজ্ব হাবিবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাস্তা দুটি হলো, উজানচর ইউনিয়ন পরিষদ থেকে বাহাদুর পুর পর্যন্ত ও বালিয়াডাঙ্গায় বিসি আরসিসি রাস্তা।

রাস্তা দুটি উদ্বোধনকালে মেয়র নজরুল ইসলাম মন্ডল বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত, ওই এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, সামনে আরও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। সবার সহযোগিতায় গোয়ালন্দ পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই। 

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ