রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে গতকাল ৭ই মে বিকালে ৩২ প্রহরব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। পরিদর্শনকালে তিনি ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সস্পাদক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন, অর্থ সম্পাদক ও হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী রতন, শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশাহ আলমগীর, বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি যোগেশ চন্দ্র সমাদ্দার, সাধারণ সম্পাদক চন্দ্র নাথ কুন্ডু চন্দন ও সাবেক সভাপতি সাংবাদিক তনু সিকদার সবুজ উপস্থিত ছিলেন।
পরে রাতে মহা নামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ।
উল্লেখ্য, আগামী ৯ই মে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ আরতি ও মহা প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এ মহা নামযজ্ঞানুষ্ঠান সমাপ্ত হবে।