ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
বালিয়াকান্দিতে অননুমোদিত পণ্য মজুদ ও সংরক্ষণ করায় ব্যবসা প্রতিষ্ঠানকে ২৫হাজার টাকা জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৫-০৯ ০৫:৫৮:০৪

অবৈধ প্রক্রিয়ায় অননুমোদিত পণ্য মজুদ ও সংরক্ষণ করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার দায়ে গতকাল ৮ই মে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইলিশকোলে মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্স নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৫হাজার টাকা আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, মেসার্স জাহাঙ্গীর ট্রেডার্সে অবৈধ প্রক্রিয়ায় অবৈধ প্রক্রিয়ায় অননুমোদিত বিভিন্ন পণ্য মজুদ ও সংরক্ষণ করা হয়েছিল। বাজার তদারকি অভিযানে বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারায় ২৫হাজার টাকা জরিমানা করা হয়। 

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ