রাজবাড়ী জেলার কালুখালীতে বাংলাদেশ স্কাউটস উপজেলা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ই জুন বেলা ১১ টায় কালুখালী সরকারী কলেজের অডিটোরিয়ামে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।
কাউন্সিল অধিবেশনে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলীউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসান, রাজবাড়ী জেলা স্কাউটসের সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান, ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক মোঃ শামীমুল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম নাসিম আখতার, উপজেলা শিক্ষা অফিসার অঞ্জলী রানী ও উপজেলা স্কাউটসের সম্পাদক মোঃ শাজাহান আলী শেখ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান।
আলোচনা সভা শেষে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে বাংলাদেশ স্কাউটসের গঠনতন্ত্র অনুযায়ী পদাধিকার বলে সভাপতি হন কালুখালী উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব।
উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে কণ্ঠ ভোটে উপজেলা স্কাউটসের সম্পাদক হিসেবে নির্বাচিত হন খাগজানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোখলেছুর রহমান।
এছাড়া কোষাধ্যক্ষ পদে সূর্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, সহ-সভাপতি পদে হোগলাডাঙ্গী এমআই কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ মহিউদ্দিন আহমেদ, আখরজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, দামুকদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, কমিশনার পদে আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহজাহান আলী, সহকারী কমিশনার সংগঠন গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন শেখ, সহকারী কমিশনার জনসংযোগ চরপাতুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ হায়দার, সহকারী কমিশনার উন্নয়ন আড়কান্দি দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রব, সহকারী কমিশনার প্রশাসন বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার সাহা, সহকারী কমিশনার গার্লস ইন স্কাউটিং হারোয়া রূপসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচরিতা সাহা, সহকারী কমিশনার মূল্যায়ন ও গবেষণা মৃগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সহকারী কমিশনার প্রোগ্রাম ও প্রশিক্ষণ মাজবাড়ী হুরুন্নেসা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক লাড়ীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা আক্তার, স্কাউট লিডার আলহাজ্ব আমেনা খাতুন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ ও কাব লিডার কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের সরকারী শিক্ষক এসএম ওবায়দুর রহমানসহ ২৭ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী এ কার্যকরী কমিটি গঠন করা হয়।