ঢাকা রবিবার, জানুয়ারী ৫, ২০২৫
পাংশা উপজেলায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • মোক্তার হোসেন
  • ২০২৩-০৬-২৩ ১৫:০৬:৪৪

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শত সংগ্রামে অজস্র গৌরবে, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গতকাল ২৩জুন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

  এ উপলক্ষে পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

  গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর সভাপতিত্বে এবং পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহাব মন্ডলের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি হিসেবে সংরক্ষিত আসনের এমপি এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি বলেন, আওয়ামী লীগের প্রাণ হচ্ছে দলীয় নেতা-কর্মী-সমর্থক ও জনগণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও জনকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সবাই মিলে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। এমপি জিল্লুল হাকিম আরো বলেন, যারা দেশের শত্রু, মানবতার শত্রু তাদের প্রতিহত করে আমাদের এগিয়ে যেতে হবে। বিএনপির উদ্দেশ্যে এমপি জিল্লুল হাকিম বলেন, অতি উৎসাহী হয়ে কোন লাভ নেই। আমেরিকা কারো ক্ষমতায় বসাতে পারবে না। ক্ষমতায় যেতে হলে জনগণের কাছে গিয়ে ভোট চেতে হবে। এর বিকল্প নেই। তিনি প্রশ্ন রেখে বলেন, জনগণ বিএনপিকে কেন ভোট দেবে। বিএনপির দুঃশাসনের কথা মানুষ ভুলে নাই।

  অনুষ্ঠানে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল আল মাসুদ বিশ্বাস ও শামসুল আলম মৃধা, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পাংশা পৌরসভার মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ওয়াজেদ আলী মাস্টার, পাংশা পৌরসভার প্যানেল মেয়র ও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ সরদার, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাংশা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদুল ইসলাম মারুফ, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাকিম রুমিসহ ইউপি চেয়ারম্যান-মেম্বার-পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে পাংশা উপজেলার বাহাদুরপুর, হাবাসপুর, যশাই, মাছপাড়া, বাবুপাড়া, মৌরাট, পাট্টা, কলিমহর, সরিষা ও কশবামাজাইল  ইউনিয়ন থেকে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, এছাড়া যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে কর্মসূচিতে যোগদান করে। আলোচনা সভা শেষে দলীয় কার্যালয় থেকে পাংশা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি তিন রাস্তা মোড় সড়কে বিশাল শোডাউন করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ৯ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
 গোয়ালন্দে চর পাঁচুরিয়ায় গলায় ফাঁস নিয়ে ১ব্যক্তির আত্মহত্যা
 বালিয়াকান্দিতে এনডিএম পার্টির উদ্যোগে কম্বল ও শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান
সর্বশেষ সংবাদ