ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
ডিবির অভিযানে বালিয়াকান্দিতে মাদকদ্রব্যসহ ৩জন গ্রেফতার
  • অনিক সিকদার
  • ২০২৩-০৬-২৫ ১১:৩৪:৪৭

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বাজারস্থ চন্দনা ব্রিজের উপর থেকে গতকাল ২৪শে জুন বিকালে ১৫০ পিস ইয়াবা, ৩ বোতল ফেনসিডিল ও ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক বিক্রেতাকে ডিবি গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

  গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী শহরের কাজীকান্দা ব্যাংক পাড়াস্থ  খোকন শেখের ছেলে সাগর শেখ(৩৩), কাজীকান্দা গ্রামের জাহাঙ্গীর মল্লিকের ছেলে ইকবাল হোসেন(৩৮) ও কালুখালী উপজেলার খামার বাড়ী এলাকার আজিজ মোল্লার ছেলে নিরব মোল্লা টিটু(৩৩)।

  রাজবাড়ী ডিবি জানায়, গতকাল ২৪শে জুন বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে বালিয়াকন্দি বাজারস্থ চন্দনা ব্রিজের উপর থেকে উল্লেখিতদেরকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ বোতল ফেন্সিডিল ও ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত তিন আসামীর মধ্যে নিরব মোল্লা টিটু ও সাগর শেখের বিরুদ্ধে রাজবাড়ী সদর, পাংশা ও কালুখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। 

  এ বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
কলিমহরে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পাংশা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ