ঢাকা শনিবার, এপ্রিল ১২, ২০২৫
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সমর্থন জোগাতে ওআইসিকে বাংলাদেশের আহ্বান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৩-০৮-১০ ১৫:৩৪:৫০

 মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের স্বদেশে টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সমর্থন জাগাড় করতে বাংলাদেশ গতকাল ১০ই আগস্ট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের(ওআইসি) প্রতি আহ্বান জানিয়েছে।

  ‘আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুটিকে টিকিয়ে রাখতে’- তিনি ওআইসির প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া এ আহ্বান জানান।

  প্রধানমন্ত্রী কার্যালয় সূত্র জানিয়েছে, গতকাল ১০ই আগস্ট দুপুর আড়াইটা থেকে প্রায় ৪৫ মিনিট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্বকারী মোঃ তোফাজ্জেল রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা চেয়েছেন।

  তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদ(জিসিসি) এবং ওআইসিভুক্ত  দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গাদের জন্য একটি আর্থিক তহবিল গঠনে উল্লেখযোগ্য অবদান রাখার আহ্বান জানান।

  প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- মিয়ানমারে ওআইসির বিশেষ দূত রাষ্ট্রদূত ইবরাহিম খায়রাত, ওআইসি সহকারী মানবিক বিষয়ক পরিচালক রোহিঙ্গা ইসু্যুতে ওআইসি আইসিএইচএডি  ফোকাল পয়েন্ট মোহাম্মদ আলী এলখামলিচি, কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট আফ্রিকা ও এশিয়ার প্রজেক্ট সেকশন প্রধান দানা আল মিসনাদ, প্রকল্প বিভাগ, কুয়েত জাকাত হাউসের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মজিদ সুলেমান আল-আজমি, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট তালাল আল বাকের, এইচসি’র সিনিয়র উপদেষ্টা ও জিসিসি দেশগুলির ইউএনএইচসিআর প্রতিনিধি খালেদ খলিফা, বাংলাদেশে ইউএনএইচসিআর প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ ও ইউএনএইচসিআর-এর নির্বাহী সহকারী জেসিকা ওয়াটস।

  বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।

 
তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কর্মপরিকল্পনা গ্রহণের জন্য ডেসকোর চেয়ারম্যানের নির্দেশনা
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিলো মিয়ানমার
সর্বশেষ সংবাদ