ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
মহানবীকে নিয়ে কুটুক্তি করায় ব্লগার আসাদের গ্রেফতারের দাবীতে নবাবপুরে বিক্ষোভ মিছিল
  • মীর সামসুজ্জামান
  • ২০২৩-০৮-১১ ১৪:৫৫:০১

 মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে অবমাননাকারী কন্টেন্ট ক্রিয়েটর আসাদ নুরের গ্রেফতার ও ফাঁসির দাবীতে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দ বাজারে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

  গতকাল ১১ই আগস্ট বাদ জুম্মা ছাত্র বন্ধু সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়। 

  মানববন্ধনে ছাত্র বন্ধু সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি শাইখুল হাদীস হাফেজ মাওলানা নুর হুসাইন, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা মাসুম বিল্লাহ ও মুহাম্মাদ নুরুল ইসলামসহ স্থানীয় তৌহিদী জনতা উপস্থিত ছিলেন।

  মানববন্ধনে বক্তারা বলেন, সকল মুসলিমের অন্তরে নবীজির মহব্বত ভালোবাসা রয়েছে। যাকে বিশ্বের জন্য রহমত বলা হয়েছে। যিনি মহান প্রভূর অনেক আপনজন। আজ তার বিরুদ্ধে উপহাস করা হচ্ছে, গালাগালি দেয়া হচ্ছে। এর তীব্র ধিক্কার ও নিন্দা জানাই। সরকারের কাছে আবেদন জাতীয় সংসদে নবীর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রনয়ন করা হোক।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ