ঢাকা মঙ্গলবার, মে ৭, ২০২৪
গোয়ালন্দে কেমিক্যাল কারখানায় আগুন॥এক ঘন্টা পর নিয়ন্ত্রণে
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-০২ ১৫:০৬:০০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হেডরন কেমিক্যাল কারখানায় গতকাল ২রা সেপ্টেম্বর বিকাল পৌনে ৬টার অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা এক ঘন্টা ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
হেডরন কেমিক্যাল ফোর ম্যানেজার মোঃ জাহিদ বলেন, কেমিক্যাল কারখানায় ৩-৪ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্রয়লারে হিট হয়ে হঠাৎ আগুন লেগে যায়। আমাদের এখানে একট্রলিক সিট তৈরি করা হয়।
 তিনি আরও বলেন, আগুন লাগার সাথে সাথে আমরা কারখানার সবাই মিলে প্রথমে আগুন নেভানোর চেষ্টা করি। পরে আগুনের পরিস্থিতি অস্বাভাবিক ভাবে বাড়তে থাকলে ১০ মিনিট পর গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আমাদের আনুমানিক ১৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত হেডরন কেমিক্যাল নামের একটি কারখানায় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে প্রায় ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। আমরা ধারনা করছি ইলেকট্রনিক সর্টসার্কিটে আগুনের সূত্রপাত হতে পারে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

 

গোয়ালন্দের জমিদার ব্রিজ কবরস্থানে মাটি কাজ শুরু
গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোস্তাফা মুন্সীর গণসংযোগ
পাংশা উপজেলা মুখরিত শেষ মুহুর্তের প্রচারণায়
সর্বশেষ সংবাদ