ঢাকা শুক্রবার, জানুয়ারী ৩, ২০২৫
গোয়ালন্দ পৌরসভার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ॥কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
  • মইনুল হক মৃধা
  • ২০২৩-০৯-১৯ ০৫:২১:৫৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দে স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল ১৮ই সেপ্টেম্বর বিকালে সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ পৌরসভার আয়োজনে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। 
প্রীতি ম্যাচে সু-প্রভাত গোয়ালন্দ একাডেমী ও কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। খেলায় কলেজ পাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সু-প্রভাত গোয়ালন্দ একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের সাইদ মোল্লা দলের একমাত্র গোলটি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মন্ডল। 
এছাড়া বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফজলুল হক, গোয়ালন্দ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সুজ্জল, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ সিদ্দিক মিয়া, পৌর প্রকৌশলী ফেরদৌস আলম খান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান উপস্থিত ছিলেন।

 

পাংশা উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত
গোয়ালন্দে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো ওয়াকাথন
বয়রাট মাজাইল ফাজিল মাদ্রাসার একাডেমিক ভবনের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবী
সর্বশেষ সংবাদ