রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২০শে সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীনের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
তিনি রাজবাড়ী সদর হাসপাতাল সড়কটি দিয়ে দিনভর বিভিন্ন মালবাহী ট্রাক চলাচল বন্ধ করা, রেলের শহর রাজবাড়ীর ১নং রেলগেটে রেল লাইনে চলমান বিভিন্ন ব্যবসায়ীদের স্থান পরিবর্তন, ডেঙ্গু প্রতিরোধে সকল ইউনিয়নের চেয়ারম্যানের নিজ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করার আহবান জানান।
এছাড়া রাজবাড়ী শহরের বড়পুল হতে রেলগেট পর্যন্ত সড়কের মাঝখানে কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ব্যানার, ফেস্টুন অপসারণ করার আহবান করেন।
সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রাকিবুল হাসান পিয়াল, রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হুমাইরা সুলতানা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দীন আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ভূইয়া, মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ ওহিদুজ্জামান ও খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।