রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চিকিৎসা সহায়তা, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ হয়েছে।
গতকাল ২০শে সেপ্টেম্বর দুপুরে রাজবাড়ী সদর উপজেলা হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী চেক বিতরণ করেন।
এ সময় সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সহকারী কমিশনার(ভূমি) হুমাইরা সুলতানা, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ খায়ের উদ্দীন আহমেদ, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান ও শহীদ ওহাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে ৪৫ জনকে ২১ লাখ ৫০হাজার টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৮০জনকে ৩হাজার টাকা করে মোট ২লাখ ৪০ হাজার টাকা ও জাতীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ৩৩ জনকে ১লাখ ২৫হাজার টাকা প্রদান করা হয়।