ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
পাংশা শহরে টিসিবির ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২০-০৯-১৮ ১৫:২২:১৯
পাংশা শহরের বাজারে গতকাল শুক্রবার সকালে টিসিবির ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও বিপুল চন্দ্র দাস -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার পাংশা শহরে গতকাল ১৮ই সেপ্টেম্বর সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও বিপুল চন্দ্র দাস।
  জানা যায়, গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে পাংশা শহরের কাঁচা বাজারের সামনে সড়কে টিসিবির ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।   
  ইউএনও বিপুল চন্দ্র দাস যথাযথ প্রক্রিয়ায় টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ে দিক-নির্দেশনা প্রদান করেন। এ সময় লাইনধরে ক্রেতাসাধারণ ৫০ টাকা কেজি দরে চিনি, ৫০ টাকা কেজি দরে মশুর ডাল, ৮০ টাকা লিটার দরে সয়াবিন তেল ও ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ ক্রয় করেন। বাজারে টিসিবির পণ্য সামগ্রী ক্রয়ে ক্রেতাসাধারণের বেশ আগ্রহ দেখা যায়।
  টিসিবির ডিলার শাহজাহান পাংশা পৌর শহরসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে নিয়মিতভাবে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রমে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 
  এ সময় পাংশা থানার এস.আই সেকেন্দার হোসেনসহ সঙ্গীয় পুলিশ টিসিবির ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রমে সহযোগিতা প্রদান করে।
  এদিকে টিসিবির ভ্রাম্যমান ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনের পর ইউএনও বিপুল চন্দ্র দাস পাংশা কাঁচা বাজারের বিভিন্ন দোকানপাট ও আড়তঘর মনিটরিং করেন। এ সময় ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়ের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন তিনি। ইউএনও বিপুল চন্দ্র দাস বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় কোনো জিনিসের অভাব নেই। কেউ বেশি লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষণিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন তিনি। আড়তদার ও খুচরা বিক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ