ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশায় যৌথ আয়োজনে বিশ^ হাতধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-১৫ ১৬:৫৯:৫৬

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৫ই অক্টোবর “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ হাতধোয়া দিবস পালিত হয়েছে।

 এ উপলক্ষে র‌্যালী, হাতধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 জানা যায়, দিবসটি উপলক্ষে রবিবার বিকাল ৩টায় পাংশা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে ছাত্র-ছাত্রীদের হাতধোয়া প্রদর্শনী এবং সবশেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের উপস্থাপনায় পাংশা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, ডাঃ সুজাউদ্দিন সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন মোল্লা।
 সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন।
 উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ