ঢাকা বুধবার, জানুয়ারী ১৫, ২০২৫
পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় কামিল হাদিস বিভাগে প্রাথমিক পাঠদানের অনুমতি
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১০-১৯ ১৬:০১:৪৫

রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসা কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগ প্রাথমিক পাঠদানের অনুমতি লাভ করেছে। 

 ইসলামী আররী বিশ্ববিদ্যালয়ের মাদরাসা পরিদর্শন দফতরের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে চলতি বছরের ১১ই অক্টোবর সহকারী পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) ডঃ জাভেদ আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসায় শর্ত সাপেক্ষে ৪ বছরের জন্য কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগ প্রাথমিক পাঠদানের অনুমতি প্রদান করা হয়েছে।

 কামিল শ্রেণীতে প্রাথমিক পাঠদান অনুমতির বিষয়ে পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষের ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারী আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সংক্রান্ত অর্ডিন্যান্সের ক. ৫ (৫.৩) ধারা মোতাবেক গঠিত পরিদর্শন কমিটির দাখিলকৃত প্রতিবেদনের সুপারিশের আলোকে অধিভুক্তি সংক্রান্ত ক. ৫ (৫.৪) ধারা মোতাবেক ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে পাঠদানের অনুমতি প্রদান করা হয়।

পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম জানান, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের ঐকান্তিক প্রচেষ্টায় মাদরাসার অবকাঠামো উন্নয়ন এবং সর্বশেষ কামিল (স্নাতকোত্তর) হাদিস বিভাগ প্রাথমিক পাঠদানের অনুমতি লাভ করেছে। মাদরাসা পরিচালনা কমিটি, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সমন্বয়ে তিনি মাদরাসার শিক্ষার মান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। 

পাংশায় আব্দুল মাজেদ একাডেমীতে তারুণ্য মেলা পরিদর্শনে ইউএনও
দলের দুর্নীতিবাজদের গ্রেফতার দাবী গোয়ালন্দের আ’লীগ নেতা মাহাবুবের
গোয়ালন্দে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ