রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে পা হারানো অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে নতুন ব্যাটারী চালিত রিকশা উপহার দেয়া দিয়েছে গোয়ালন্দ উপজেলা পরিষদ।
গত ১৮ই অক্টোবর বিকালে উপজেলা চত্ত্বরে তাদের হাতে নতুন রিকশার চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন।
এসময় অনুভূতি ব্যক্ত করে প্রতিবন্ধীরা বলেন, আমাদের জীবনের এত বড় উপহার এর আগে কখনো পাইনি। আজ বঙ্গবন্ধুর পুত্রের জন্মবার্ষিকীতে রিকশাগুলো পেয়ে জীবনের সেরা আনন্দ পেয়েছি।
রিকশাটি আমাদের জীবনের সবচেয়ে বড় এবং দামী উপহার। আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইউএনও মহাদয় আমাদেরকে যে রিকশাগুলো উপহার দিয়েছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’