ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
পাংশা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত
  • মোক্তার হোসেন
  • ২০২৩-১২-১৮ ১৪:১৪:৫৫

পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গত ১৬ই ডিসেম্বর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। 

 দিবসটি পালন উপলক্ষে প্রত্যুষে পাংশা মডেল থানায় ৩১বার তোপধ্বনী, সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ৯টায় পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

 পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ বক্তব্য রাখেন। 

 বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার ও পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান বক্তব্য রাখেন।

বক্তারা নতুন প্রজন্মের মাঝে অসাম্প্রদায়িক চেতনা বিকাশের গুরুত্বারোপ করেন। 

 এরপর পাংশা জর্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করে। এছাড়া পর্যায়ক্রমে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাঠে প্যারেড পরিচালনা করেন পাংশা মডেল থানার এসআই সাজ্জাদ হোসেন শাওন।

 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থাপনা করেন ডঃ কাজী মোতাহার হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস ও পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সান্তনা দাস। তাদের সহযোগিতা করেন পিআইও মোঃ আসলাম হোসেন। 

 পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইয়ামিন আলী, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া খাতুন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, পাংশা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বিশিষ্ট শিল্পপতি শামসুল আলম মৃধা, পাংশা পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউসুফ হোসেন শিকদার, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম শরিফুল মোরশেদ রনজু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তৈয়েবুর রহমান, ভূগোল বিভাগের প্রভাষক মেহেদী হাসান লিটন, বাংলা বিভাগের প্রভাষক শিব শংকর চক্রবর্তী, বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির কেন্দ্রীয় সভাপতি সুব্রত কুমার দাস সাগর, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই॥চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ