ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
গোয়ালন্দে খেলোয়াড়দের মান উন্নয়নে ক্রিকেট সেট উপহার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০১-১৭ ১৬:৫৮:০১

 ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ও স্মার্ট ফোন ছেড়ে মাঠে চল’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলার খেলাধুলার মান উন্নয়ন এবং রাজবাড়ী জেলায় অনুষ্ঠিতব্য বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করার লক্ষ্যে গতকাল ১৭ই জানুয়ারী বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্ত্বরে অনুর্ধ্ব-(১৪ ও ১৬) দলকে এক সেট ক্রিকেট সামগ্রী উপহার দেয়া হয়েছে।
 গোয়ালন্দ উপজেলা পরিষদ চত্বরে খেলোয়াড়দের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী ও উপজেলা নির্বাহী অফিসার জ্েযাতি বিকাশ চন্দ্র।
 এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্কুল শিক্ষক মাহাফুজুর রহমান মিলন ও পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজলসহ খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ