ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
রজনীগন্ধা ফেরী উদ্ধারে কাজ শুরু করেছে প্রত্যয়
  • মীর সামসুজ্জামান
  • ২০২৪-০১-১৯ ১৪:২৫:২২

 দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের মানিকগঞ্জের পাটুরিয়া ৫নং ফেরী ঘাটের অদূরে ৯টি যানবাহন নিয়ে ডুবে যাওয়া ফেরী রজনীগন্ধা উদ্ধার অভিযানে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। 

 গতকাল ১৯শে জানুয়ারী দুপুর সোয়া ২টার দিকে পাটুরিয়া ফেরী ঘাট এলাকায় আসে প্রত্যয়। এর কিছুক্ষণ পর উদ্ধার অভিযান শুরু করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

 এর আগে, রজনীগন্ধা ফেরী ডুবির ৩য় দিনেও ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে সকাল সাড়ে ১০টার দিকে অভিযানে নামে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। 

 অন্য দিকে ফেরীর ইঞ্জিন চালক হুমায়ুন কবির নিখোঁজের ৪৮ ঘন্টা পর ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর ডুবুরী দল সন্ধান পায়নি বলে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে বিআইডব্লিউটিএ সূত্রে বিষয়টি জানা গেছে। তবে ৩য় দিনের উদ্ধার অভিযানে এখনো কোনো যানবাহন উদ্ধার করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মোঃ খালেদ নেওয়াজ বলেন, ফেরী ডুবির ঘটনায় গত বৃহস্পতিবার পর্যন্ত তিনটি ট্রাক উদ্ধার করা হয়েছে। যানবাহনগুলো উদ্ধারে আজকেও উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম সকাল থেকেই কাজ করছে। এ ঘটনায় নিখোঁজ ইঞ্জিন চালক হুমায়ুন কবিরের সন্ধান এখনো পাওয়া যায়নি। ডুবে যাওয়া রজনীগন্ধা ফেরী উদ্ধার অভিযানে যোগ দিতে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে চলে এসেছে। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরীটি উদ্ধারে অভিযান শুরু করেছে।

 গত ১৭ই জানুয়ারী সকাল সোয়া ৮টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তে পদ্মা নদীতে ৯টি যানবাহন নিয়ে ডুবে যায় নোঙর করে রাখা ফেরী রজনীগন্ধা। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হুমায়ূন কবীর নামে ফেরীটির দ্বিতীয় যন্ত্র চালক এখনো নিখোঁজ রয়েছে।

 উল্লেখ্য, ২০২১ সালের ২৭শে অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটের পল্টুনে যানবাহন আনলোডের সময় ১৪টি যাহবাহন নিয়ে রো-রো ফেরী আমানত শাহ্ কাত হয়ে পড়ে নদীতে ডুবে যায়।

 

রাজবাড়ী-ঢাকা-ভাঙ্গা রুটে দুই জোড়া নতুন ট্রেন উদ্বোধন আজ
রাজবাড়ীতে শুদ্ধ আবৃত্তি চর্চার কেন্দ্র কাব্যগৃহ’র আত্মপ্রকাশ
ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর ৩য় ক্যারিয়ার ফেস্ট অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ