ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
বানিবহ ও মাটিপাড়ার ৩জন মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০১-২৩ ১৪:১৫:৪৮

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজার ও মাটিপাড়া বাজারে গতকাল ২৩শে জানুয়ারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ৩টি মিষ্টির দোকানীকে ৬হাজার টাকা জরিমানা করা হয়। 

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। 

 জানা গেছে, রাজবাড়ী সদর উপজেলার বানিবহ বাজারস্থ ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ২হাজার টাকা, ভাগ্নে মিষ্টান্ন ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ২হাজার টাকা ও মাটিপাড়া বাজারস্থ শিমুল মিষ্টান্ন ভান্ডারকে স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ২হাজার টাকা জরিমানা করা হয়।

বালিয়াকান্দিতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার লিফলেট বিতরণ করলেন ব্যারিস্টার কাজী মানিক
শহীদওহাবপুরে অবৈধভাবে মাটি উত্তোলন মোবাইল কোর্টে ১জনের ৩দিনের কারাদন্ড
পাংশায় শিকলবন্দি দুই ভাই-বোনের জীবনের গল্প॥অর্থের টাকার অভাবে হচ্ছে না সুচিকিৎসা
সর্বশেষ সংবাদ