বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ২৬শে জানুয়ারী বিকালে সাড়ে ৮শত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বজলুর রশিদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে চট্টগ্রামের উপ-কর কমিশনার মোঃ মহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এস.এম নওয়াব আলী, জেলা আওয়ামী লীগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অরূপ দত্ত হলি, উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, বীর মুক্তিযোদ্ধা লাল মিয়া-ফিরোজা বেগম ফাউন্ডেশনের সভাপতি মোঃ ফারুক হোসেন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মিয়া সোহেল উপস্থিত ছিলেন।