রাজশাহী-গোবরা-রাজশাহী রুটের ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নলিয়া রেলওয়ে স্টেশনে প্রথমবারের মতো বাণিজ্যিক ভাবে যাত্রা বিরতি শুরু হয়েছে।
গতকাল ১৫ই ফেব্রুয়ারী সকাল পৌনে ৯টায় গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা ট্রেনটি নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি করে। এখন থেকে ট্রেনটি নিয়মিত যাত্রা বিরতির বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ে(পশ্চিম) চীপ অপারেটিং সুপারিনটেন্ড মোঃ আব্দুল আওয়াল।
সকালে ট্রেনের যাত্রা বিরতির সংবাদে স্বপ্নের ট্রেনে উঠতে এবং সেটি দেখতে সাধারণ উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ ভিড় করে। ট্রেন আসার পূর্বে নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনসহ আশেপাশের এলাকায় মানুষের ঢল নামে। পূর্ব ঘোষণা অনুযায়ী টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেন ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার।
প্রথম নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেসে’ টিকিট পেয়ে উচ্ছ্বাসিত যাত্রীরা। কাজের পাশাপাশি ট্রেনে চড়ার জন্য টিকিট ক্রয় করেন সাধারণ মানুষ। নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সকল যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন মিয়া। বিভিন্ন স্থান থেকে আসে বেশ কয়েকটি বাদক দল। উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষের জন্য খাবারের আয়োজন করেন তিনি।
রেলস্টেশনে আসা সাধারণ মানুষ বলেন, গত দুইরাত ধরে জামালপুর ইউনিয়নসহ পাশ^বর্তী ইউনিয়নের মানুষের মধ্যে উৎসব বিরাজ করছে। রাতে সাধারণ মানুষ স্টেশনে আসছে আলোকসজ্জা দেখতে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের এমপি কথা দিয়েছেন তিনি নির্বাচিত হলে নলিয়াগ্রামের ঐতিহ্যবাহী রেলস্টশনে ‘টুঙ্গিপাড়া এক্সেপ্রেস’ ট্রেনটি যাত্রা বিরতির ব্যবস্থা করবেন। তিনি বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি রেলমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পেয়ে তিনি এই স্টেশনে ট্রেনের যাত্রা বিরতির ব্যবস্থা করেছেন। রেলপথ মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন সাধারণ মানুষ।
সকাল ৮টায় নলিয়া রেলস্টশন এলাকায় ট্রেনের যাত্রা বিরতি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
এ সময় বালিয়াকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, বহরপুর ইউনয়িনের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবর রহমান বিশ^াস, সাধারণ সম্পাদক শামিম মিয়া ও উপজেলা যুবলীগের আহ্বায়ক রাসেল খান রিজু বক্তব্য রাখেন।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু বলেন, মানুষের চাওয়া ছিল ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি যেন নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দিয়েছে। সেটি রেলপথ মন্ত্রী ব্যবস্থা করেছেন। রেলস্টেশন থেকে বালিয়াকান্দি, মধুখালী ও রাজবাড়ী সদরের মানুষ রেলসেবা পাবেন বলে জানান তিনি।
টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ৫১মিনিটে রাজশাহী উদ্দেশ্যে এবং সন্ধ্যে ৭টা ৩৬ মিনিটে গোবরার উদ্দেশ্যে নলিয়াগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রাবিরত করবে। এছাড়া ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি আগের নিয়মে এই স্টেশনে যাত্রা বিরতি করবে।