ঢাকা শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
গোয়ালন্দে হাতি দিয়ে চাঁদাবাজিতে দোকানী-চালকদের বিরক্তি প্রকাশ
  • হেলাল মাহমুদ
  • ২০২৪-০৩-০৫ ১৪:১৭:৪০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার পৌর জামতলা বাজারসহ ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে হাতি দিয়ে বিভিন্ন যানবাহন ও দোকানপাট থেকে চাঁদা তোলা হচ্ছে টাকা। প্রায়ই হাতি দিয়ে এমন কর্মকান্ডে দোকানী ও ছোট গাড়ীর চালকরা বিরক্ত হয়ে পড়েছে।

 গতকাল ৫ই মার্চ বিকেলে গোয়ালন্দ পৌরসভার পৌর জামতলা বাজারে হাতি দিয়ে এমন টাকা তোলার দৃশ্য দেখা যায়।

 পৌর জামতলা বাজারের কাঁচা ব্যবসায়ী মোঃ লোকমান সেখ বলেন, হাতির মাহুত হাতি নিয়ে যেকোন দোকানের সামনে গিয়ে দাঁড়ায়। তখন হাতির শুঁড় এগিয়ে দিলে আমরা কিছুটা ভয় পেয়ে টাকা দিতে বাধ্য হই। তবে ১০ টাকার কম দিলে হাতি সেখান থেকে সরতে চায় না।  

 কসমেটিক ব্যবসায়ী বনমালী বলেন, আমি দোকানে বেচাকেনা করছিলাম, হঠাৎ দেখি হাতির মাহুত তার হাতি নিয়ে আমার দোকানের কাছে এসে হাতিটিকে তার শুঁড় এগিয়ে দিতে বলছে। তখন আমি শুঁড়ের মধ্যে ১০ টাকা দিয়ে দেই।

 এ বিষয়ে স্থানীয় বাসিন্দা গোলাপ দেওয়ান বলেন, হাতি পালন করতে অনেক টাকার খাবারের দরকার হয়। তাই হাতির মাহুত প্রত্যেক দোকান থেকে হাতি দিয়ে টাকা তুলে থাকেন।

 
পরিবেশ দূষণের অভিযোগ তদন্তে গোয়ালন্দের  ভিক্টর ভিলেজে পরিবেশ অধিদপ্তরের তদন্ত দল
বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ শাহ নেওয়াজ পারভেজের বিদায় সংবর্ধনা
 রাজবাড়ীতে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী মিছিল
সর্বশেষ সংবাদ