রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের পুকুরে গতকাল ৫ই মার্চ দুপুরে গোসলে নেমে সৌরভ হোসেন(১৭) নামে এসএসসি পরীক্ষার্থীর অকাল মৃত্যু হয়েছে।
নিহত সৌরভ পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি(ভোকেশনাল) ইলেকট্রিক্যাল শাখার পরীক্ষার্থী এবং পাংশা পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব কুড়াপাড়া গ্রামের ভ্যান চালক আফজাল শেখের ছেলে।
জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১টায় পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় এসএসসি(ভোকেশনাল) কেন্দ্র থেকে রসায়ন বিষয়ে পরীক্ষা শেষে সৌরভ পূর্ব কুড়াপাড়া নিজ বাড়ীতে ফেরার পথে সহপাঠী দুই বন্ধুর সাথে পাংশা উপজেলা পরিষদের পুকুরে গোসলে নামে। পুকুরে ডুব দেওয়ার পর বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও সৌরভ না ওঠায় সহপাঠীরা আশেপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে বিকাল ২টার দিকে পরিবার ও স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পুকুরের তলদেশ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, সৌরভ একজন ভালো ফুটবলার ছিল। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে সৌরভ বন্ধুদের সাথে পুকুরে গোসলের সময় সাঁতার খেলায় নেমে আকস্মিকভাবে ডুবে মারা যাওয়া নিয়ে গুঞ্জন উঠেছে।
পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) রাশেদা খাতুন এসএসসি পরীক্ষার্থী সৌরভের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।