ঢাকা শনিবার, মে ৪, ২০২৪
খানখানাপুর ও কামালদিয়ায় ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
  • ষ্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৪-০৮ ১৭:৪০:৩৭

মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন এবং পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করা ও প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে গতকাল ৮ই এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার খানাখানাপুর ও কামালদিয়া বাজারে ৩টি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 প্রতিষ্ঠান তিনটি হলো- খানখানাপুর দত্তপাড়ার রুচি আইসক্রীম ও কামালদিয়া বাজারের শাহীন স্টোর এবং রাহিম স্টোর।
 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, কামালদিয়া বাজারে তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে শাহীন স্টোরকে ২হাজার টাকা এবং একই বাজারে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে রাহিম স্টোরকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খানখানাপুর দত্তপাড়ায় পণ্যের মোড়কসহ ইত্যাদি যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণ না করার অপরাধে রুচি আইসক্রীম ফ্যাক্টারীকে ৫হাজার টাকা জরিমানা করা হয়।

বালিয়াকান্দির নতুনচরে বাল্যবিয়ে পন্ড বরের জরিমানা॥কনের পিতা কারাগারে
কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে উত্তাপ নেই চেয়ারম্যান প্রার্থী টিটো চৌধুরী সুবিধাজনক অবস্থানে
আসন্ন পাংশা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা
সর্বশেষ সংবাদ