ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
দৌলতদিয়ায় সুবিধা বঞ্চিত ৫শত নারীর মাঝে ঈদ উপহার বিতরণ
  • গোয়ালন্দ প্রতিনিধি
  • ২০২৪-০৪-০৮ ১৭:৫০:২৩

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই এপ্রিল দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাসরত সুবিধাবঞ্চিত ৫শত নারীর মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে। 
 প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান দৌলতদিয়ার মুক্তি মহিলা সমিতির হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ৫শত নারীর মাঝে ঈদ উপহার হিসেবে প্রত্যেককে ২০ কেজির এক বস্তা করে চাল বিতরণ করেন।
 গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রহমান মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
 এ সময় অন্যান্যদের মধ্যে মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, পোগ্রাম ডিরেক্টর মোঃ আতাউর রহমান মঞ্জু ও অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, সরকার সবসময় আপনাদের পাশে আছে। কখনো ভাববেন না আপনারা অসহায়। বিভিন্ন উৎসবে আপনাদের জন্য সরকারের বাজেট থাকে। সেই উপলক্ষ্যে এবারও ঈদুল ফিতরের উপহার হিসেবে চাল দিচ্ছে।

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ