আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ(২য় ধাপের) নির্বাচনে উপলক্ষ্যে গতকাল ১০ই মে গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পাড় করেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হরিপদ সরকার রানা।
সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন হাট-বাজার ও প্রত্যন্ত এলাকার মানুষের কাছে গণসংযোগ করে ভোট প্রত্যাশা করছেন তিনি।
গতকাল ১০ই মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজবাড়ী শহরের পান্না চত্ত্বর, বড়পুল, রেলগেট এলাকায় ভোটারদের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পাড় করেন নির্বাচনে টিয়া পাখি প্রতীকের প্রার্থী হরিপদ সরকার রানা। এ সময় তিনি প্রত্যেক ভোটারের কাছে নিজের নির্বাচনী লিফলেট তুলে দিয়ে ভোট প্রত্যাশা করেন।
জানা গেছে, দ্বিতীয় ধাপের নির্বাচনে রাজবাড়ী সদর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১শে মে। রাজবাড়ী সদর উপজেলা ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত।