জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান সরোয়ার মাহমুদ বলেছেন, এই পদ্মা নদীর প্রশস্ততা অনেক বেশী। প্রতি বছরে যে ভাঙন হচ্ছে এই ভাঙনের কারণে চ্যানেলগুলো সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। নদী শাসন করা, নদীর পার ঠিক রাখা, নদীর চ্যানেল গুলোকে ঠিক করা একটি ব্যয় বহুল কাজ। সরকার কিন্তু সব সময় উদ্যোগ নিচ্ছে, প্রজেক্টগুলো নিচ্ছে নদী ঠিক রাখার জন্য।
গতকাল ১১ই মে বিকাল সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ৬নম্বর ফেরী ঘাটের ভাঙন কবলিত স্থান পরিদর্শন কালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, এলাকাবাসীর নদী শাসনের আবেদনে কথা আমি প্লানিং কমিশনারের কাছে বলবো যেন দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা হয় এবং নদী তীরবর্তী লোকজনের যেন দুঃখ কষ্ট দূর হয়।
আরও বলেন, নদী রক্ষা করতে স্থানীয় যেসব নেতৃবৃন্দ রয়েছে তাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং অধিক সচেতন হতে হবে। অনেক সময় মানুষের কাজের জন্যও নদী ভাঙন শুরু হয়। যেমন- বালু, মাটি উত্তোলন এর প্রধান কারণ। আমরা চাই জনগণের সাথে সম্পৃক্ত হয়ে নদীর প্রবাহ যেন ঠিক থাকে, জীব বৈচিত্র যেন ঠিক থাকে সে ব্যাপারে সবাই যেন উদ্যোগী হন। স্থানীয় মানুষজনেরও এখানে করণীয় আছে, তারা যেন নদীকে রক্ষা করার ব্যাপারে উদ্যোগী হন। তাহলে নদীগুলোকে স্বাভাবিক অবস্থায় রাখা যাবে।
এ সময় গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই মোঃ ফরিদ উদ্দিন ও দৌলতদিয়া নৌযান ফেডারেশনের সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন তপু প্রমুখ উপস্থিত ছিলেন।