রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচন আজ ২১শে মে অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষ্যে গতকাল ২০শে মে সকালে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলশেডে আইন-শৃঙ্খলা সংক্রান্ত নির্বাচন ডিউটিতে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল পদমর্যাদার সদস্যদের নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার জি.এম আবুল কালাম আজাদ পিপিএম(সেবা) বক্তব্য রাখেন।
এ সময় তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্বাচন ডিউটিতে নিয়োজিত সকল সদস্যদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠানে জেলা পুলিশ রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামানসহ নির্বাচনী ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।