ঢাকা বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সাধন॥ভাইস চেয়ারম্যান মনির-খোদেজা বিজয়ী
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-০৫-২১ ১৬:১৬:০৩

দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় গতকাল ২১শে মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ শেষে রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

 বালিয়াকান্দি উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বেসরকারী ফলাফলে দেখা গেছে, বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এহসানুল হাকিম সাধন। মোটর সাইকেল প্রতীকে তিনি পেয়েছেন ৪২ হাজার ৬৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ আনারস প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৬৮০ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১হাজার মাত্র।

 ভাইস চেয়ারম্যান পদে মোঃ মনিরুজ্জামান মনির তোলা প্রতীকে ৩১ হাজার ৪৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের সনজিৎ  রায় ২৪ হাজার ৪৩৮ ভোটে পেয়ে পেয়েছেন। এছাড়াও আবুল কালাম আজাদ মাইক প্রতীকে ১০ হাজার ১৯৩ ভোট, মোঃ বদিরুজ্জামান মোল্লা উড়োজাহাজ প্রতীকে ৯ হাজার ১১১ ভোট, মোঃ আবুল কালাম আজাদ টিয়া পাখি প্রতীকে ৩হাজার ৬৯২ ভোট, মতিউর রহমান টিউবওয়েল প্রতীকে ৩ হাজার ২৮৩ ভোট পেয়েছেন।

 মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা বেগম হাঁস প্রতীকে ৪৫ হাজার ৭৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মৌসুমি আক্তার ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১৬০ ভোট। এছাড়াও অপর প্রার্থী কোহিনুর সেলিম কলস প্রতীকে ৭ হাজার ৪৯৪ ভোট পেয়েছেন।

 সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন,  কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদে বালিয়াকান্দি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।

 
সুলতানপুরে ড্রেজার দিয়ে পুকুরের মাটি কাটায় ধ্বংস হচ্ছে সড়ক॥ভাঙ্গনে প্রতিবেশীদের জমি
পাংশার মাছপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন
গোয়ালন্দের পদ্মা নদী থেকে মাথা বিহীন মরদেহ উদ্ধারের ঘটনায় ১জন গ্রেফতার
সর্বশেষ সংবাদ