ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
এমপি কাজী কেরামত আলীকে গোয়ালন্দ প্রেসক্লাবে সংবর্ধনা॥ক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-০৫-২৫ ০৪:৫৪:২৭

 তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীকে গতকাল ২৪শে মে বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 গোয়ালন্দ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। 

 এর আগে এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী গোয়ালন্দ প্রেসক্লাবের স্থায়ী ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচনের পর মোনাজাত করেন। পরে গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে আলহাজ্ব কাজী কেরামত আলীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা শুরু হয়। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম শেখ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য মোঃ ইউনুছ মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, মামুনুর রশীদ, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম ও গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া প্রমুখ।

 প্রধান অতিথির বক্তব্যে কাজী কেরামত আলী বলেন, সাংবাদিকরা দেশের আইকন। আজ সাংবাদিকরা আছে বলেই দেশের সব খবরাখবর জানা যায়। আজ গোয়ালন্দ প্রেসক্লাবের স্থায়ী ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হলো, এ ভবন নির্মাণ করতে যা সহযোগিতা করতে হয় আমি করবো। আমি চাই গোয়ালন্দের সাংবাদিকদের একটি স্থায়ী ঠিকানা হোক।

 
রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ