গোয়ালন্দে উপজেলা পর্যায়ে গতকাল ১৩ই জুন বিকালে প্রাথমিক স্কুল পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মাঠ চত্ত্বরে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপে দিনের প্রথম ম্যাচে বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-২ গোলে হাউলী কেউটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়েকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত খেলা গোল শূন্য সমতা থাকায় টাইব্রেকারে গড়াই।
দিনের অপর ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ খেলায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফলে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে বড় সিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেন।
খেলা শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, জেলা পরিষদ সদস্য মোঃ ইউনুস মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফরোজা রাব্বানী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, টুর্নামেন্টের সদস্য-সচিব ও উপজেলা লিক্ষা অফিসার মোঃ কবির হোসেন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান খান প্রমুখ বক্তব্য রাখেন
এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ বাবর আলী, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার ইতি, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমাজের সভাপতি শেখ নাজিমুদ্দিন রাসেল, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক মন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।